দিনভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলজট। তার সঙ্গে যুক্ত আছে নিত্যদিনের সঙ্গী যানজট। জলজট আর যানজটে একেবারে নাস্তানাবুদ রাজধানীর বাসিন্দারা। সকালে ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভিজে জ্যাম ঠেলে দেরি করে অফিসে যেতে পারলেও, ৫টায় শেষ হওয়া অফিস শেষ করে রাত সাড়ে ১১টাতেও বাসায় ফিরতে পারেনি অনেকে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তিক্ততার কথা লিখে দীর্ঘশ্বাস ফেলছেন অনেকে।
বৃহস্পতিবার (২৯ মে)... বিস্তারিত