জলদস্যু রূপে প্রিয়াঙ্কা

মিষ্টি হাসি আর গ্ল্যামার ছাপিয়ে নতুন বছরে একেবারে ভিন্ন রূপে হাজির প্রিয়াঙ্কা চোপড়া। পর্দায় যেন ঝড় তুলতে চলেছেন তিনি। নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এ রক্তচক্ষু, কঠোর মন আর রহস্যে মোড়া চরিত্রে ধরা দিচ্ছেন তিনি—ভয়ংকর জলদস্যু রাণী ব্লাডি মেরি হিসেবে। অতীতের নিষ্ঠুরতা ভুলে নির্জন দ্বীপে শান্তির খোঁজে থাকলেও ভাগ্য আবারও তাকে টেনে আনছে রক্তাক্ত সংঘর্ষের পথে। পুরোনো প্রেম, পুরোনো শত্রু আর প্রতিশোধের আগুনে জ্বলে উঠতে চলেছে প্রিয়াঙ্কার এই নতুন অধ্যায়। সম্প্রতি প্রিয়াঙ্কা ও প্রাইম ভিডিও তাদের আসন্ন প্রজেক্ট দ্য ব্লাফের প্রথম লুক প্রকাশ করেছে। প্রিয়াঙ্কা তার নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে সিনেমার প্রথম লুকটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মা, রক্ষাকর্তা, জলদস্যু।’  প্রকাশিত দ্য ব্লাফ’-এর প্রথম দৃশ্যের ছবিতে দেখা যাচ্ছে ব্লাডি মেরি চরিত্রে প্রিয়াঙ্কা সমুদ্রতীরের দুর্গম পটভূমিতে আকাশে দাঁড়িয়ে কার্ল আরবানের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। হাতে অস্ত্র উঁচু, মুখে তীব্র ক্ষোভ।  কার্লকে দেখা যাচ্ছে লম্বা কালো কোট পরে, তার তরবারি আঘাত প্রতিহত করতে প্রস্তুত। আরেকটি দৃশ্যে প্রিয়াঙ্কা রক্ত-ময়লায় ভিজে,

জলদস্যু রূপে প্রিয়াঙ্কা
মিষ্টি হাসি আর গ্ল্যামার ছাপিয়ে নতুন বছরে একেবারে ভিন্ন রূপে হাজির প্রিয়াঙ্কা চোপড়া। পর্দায় যেন ঝড় তুলতে চলেছেন তিনি। নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এ রক্তচক্ষু, কঠোর মন আর রহস্যে মোড়া চরিত্রে ধরা দিচ্ছেন তিনি—ভয়ংকর জলদস্যু রাণী ব্লাডি মেরি হিসেবে। অতীতের নিষ্ঠুরতা ভুলে নির্জন দ্বীপে শান্তির খোঁজে থাকলেও ভাগ্য আবারও তাকে টেনে আনছে রক্তাক্ত সংঘর্ষের পথে। পুরোনো প্রেম, পুরোনো শত্রু আর প্রতিশোধের আগুনে জ্বলে উঠতে চলেছে প্রিয়াঙ্কার এই নতুন অধ্যায়। সম্প্রতি প্রিয়াঙ্কা ও প্রাইম ভিডিও তাদের আসন্ন প্রজেক্ট দ্য ব্লাফের প্রথম লুক প্রকাশ করেছে। প্রিয়াঙ্কা তার নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে সিনেমার প্রথম লুকটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মা, রক্ষাকর্তা, জলদস্যু।’  প্রকাশিত দ্য ব্লাফ’-এর প্রথম দৃশ্যের ছবিতে দেখা যাচ্ছে ব্লাডি মেরি চরিত্রে প্রিয়াঙ্কা সমুদ্রতীরের দুর্গম পটভূমিতে আকাশে দাঁড়িয়ে কার্ল আরবানের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। হাতে অস্ত্র উঁচু, মুখে তীব্র ক্ষোভ।  কার্লকে দেখা যাচ্ছে লম্বা কালো কোট পরে, তার তরবারি আঘাত প্রতিহত করতে প্রস্তুত। আরেকটি দৃশ্যে প্রিয়াঙ্কা রক্ত-ময়লায় ভিজে, হাতে অস্ত্র শক্তভাবে ধরেছে এবং শত্রুকে আক্রমণ করার জন্য প্রস্তুত। ফ্রাঙ্ক ই.ফ্লাওয়ারের পরিচালনায় নির্মিত এ সিনেমায় প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করেছেন টেমুয়েরা মরিসন, গ্যারি বিডল, কার্ল আরবানসহ আরও অনেকে। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই  অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরোনার সিনেমাটি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow