জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র্যালি
বরগুনায় জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি জানানো হয়। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে সাইকেল র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৌবন্দরে সমাপ্তি হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপারস বাংলাদেশ বরগুনা শাখা এবং বরগুনা সাইকেলিং কমিউনিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের বরগুনা শাখার সমন্বয়ক সাংবাদিক