জলবায়ু মোকাবিলায় শিক্ষা-শিল্প-নীতির সমন্বয়ের আহ্বান

7 hours ago 4
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) আয়োজিত এক আলোচনায় বক্তারা বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, শিল্প ও নীতি-নির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’ শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএপি ক্যাম্পাসে ‘কমিউনিটি আইকিউবড ২০২৫’ কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নর মেসের সেজাদ ইকবাল ফাহিম।  এ ছাড়া বক্তব্য দেন- সাউথইস্ট ব্যাংকের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান খান, বিজিএমইএর সভাপতি সুবর্ণা বুবলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. সুমনা আক্তারসহ শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা ও নীতি গবেষকরা। আলোচনা সভায় বিশেষজ্ঞরা বলেন, ‘জলবায়ু সংকট এখন বৈশ্বিক সমস্যা। বাংলাদেশসহ অন্যান্য দেশকে এর মোকাবিলায় নতুন প্রযুক্তি, সৃজনশীলতা ও টেকসই উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএপির নিউ ইকোনমিক্স অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক ড. কবির হাসান। বক্তারা বলেন, ‘সমন্বিত প্রচেষ্টা ছাড়া জলবায়ু পরিবর্তনের মতো জটিল সংকট মোকাবিলা করা সম্ভব নয়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা, শিল্প খাতে প্রযুক্তি উদ্ভাবন এবং সরকারকে বাস্তবসম্মত নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দিতে হবে।’ অনুষ্ঠানের আয়োজকরা জানান, কমিউনিটি আইকিউবড ২০২৫ কর্মসূচি শিক্ষা, শিল্প ও নীতি প্রণয়নের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি করতে কাজ করবে।  
Read Entire Article