জলমহাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক

1 week ago 9

হবিগঞ্জের লাখাই উপজেলায় জলমহাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৭০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াহারা গ্রামে এ ঘটনা ঘটে। 

লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জেলার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াহারা গ্রামের বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলীর সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের স্থানীয় একটি মাছ ধরার জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকাল ৯টার দিকে একটি পক্ষ বাধ দেওয়ার চেষ্টা করলে অপরপক্ষ বাধা প্রদান করে। এ নিয়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছে। 

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মমিন উদ্দিন কালবেলাকে বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ওসি বন্দে আলী মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

Read Entire Article