জলাবদ্ধতায় নাকাল বোয়ালমারীর ২০ হাজার পৌরবাসী
নানা সমস্যা আর চরম দুর্ভোগের মধ্যে বোয়ালমারী পৌরসভার অন্তত ২০ হাজার মানুষ বসবাস করতে বাধ্য হচ্ছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল ভরাট করে যত্রতত্র বাড়ি ঘর নির্মাণ ও স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্থ হওয়ার কারনে বছরের বেশীর ভাহ সময়ই চরম দুর্ভোগ পোহাতে নাগরিকদের।সামান্য বৃষ্টিতেই অধিকাংশ এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। ফলে স্কুলগামী শিশু কিশোর, বয়োবৃদ্ধ নারী-পুরুষ, অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয় এলাকাবাসীর। বৃষ্টি হলেই নিচু এলাকার ঘরবাড়িতেও উঠে যায় পানি। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিন থেকে ছয় মাস দুর্গন্ধযুক্ত নোংরা ও ময়লা আবর্জনা মিশ্রিত পানির মধ্যে বসবাস করতে হয় তাদের।