জাঁকজমকপূর্ণ আয়জনে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বিজ্ঞান মেলা

3 months ago 57

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো বার্ষিক বিজ্ঞান মেলা- ২০২৪।

রোববার (২ জুন) তৃতীয় থেকে দশম শ্রেণির প্রায় ২৫০ জন শিক্ষার্থী একক ও দলীয়ভাবে ১৫০টিরও বেশি প্রকল্প উপস্থাপন করে এই মেলায়। উৎসবমূখর পরিবেশে সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রকল্প উপস্থাপন ও প্রদর্শন শুরু হয় যা চলে দুপুর পর্যন্ত।

জাঁকজমকপূর্ণ আয়জনে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বিজ্ঞান মেলা

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর.এন. পল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের (আরএফএল) জেনারেল ম্যানেজার (জিএম) লে. কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার শেখ জালাল।

এতে বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মুবিনুল হক চৌধুরী ও উপাধ্যক্ষ মো. মোফাক্ষার উদ্দীন প্রমুখ।

জাঁকজমকপূর্ণ আয়জনে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বিজ্ঞান মেলা

মেলায় উল্লেখযোগ্য প্রজেক্টগুলোর মধ্যে ছিল স্মার্ট ইরিগেশন, রিসাইকেল পাওয়ার প্লান্ট, স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ, অটো কার ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।

জাঁকজমকপূর্ণ আয়জনে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বিজ্ঞান মেলা

বিজ্ঞান মেলায় প্রধান অতিথি আর. এন. পল বলেন, জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে সত্যিকারের ভালো মানুষ হতে হবে। বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিনির্ভর পড়াশোনা বেশি করে করতে হবে। না হলে আমরা পিছিয়ে পড়বো।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমএস

Read Entire Article