জাকসু নির্বাচন বৃহস্পতিবার, ২১ কেন্দ্রে ভোটগ্রহণ

1 day ago 3

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। সার্বিক নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুবিধার্থে প্রত্যেক শিক্ষার্থীর স্ব স্ব হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলে ভোটগ্রহণ হবে।

জাকসু নির্বাচন বৃহস্পতিবার, ২১ কেন্দ্রে ভোটগ্রহণ

২১টি ভোটকেন্দ্রে বুথ থাকবে ২২৪টি। ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের ফটকসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের ১ হাজার ২০০ সদস্য মোতায়েন থাকবে।

এবার জাকসুর ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনের ভোটার ১১ হাজার ৮৯৭ জন।

মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/জিকেএস

Read Entire Article