জাকসু নির্বাচন : ভোট শেষে আঙুলে দেওয়া হচ্ছে না অমোচনীয় কালি

4 hours ago 4
জাকসু নির্বাচনে ভোটদান শেষে ভোটারদের আঙুলে কোনো প্রকার কালি কিংবা চিহ্ন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিভিন্ন হলের একাধিক ভোটার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিভিন্ন আবাসিক হলে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে বের হওয়া একাধিক ভোটারদের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দায়িত্বরত পোলিং অফিসার জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন থেকে আমাদের কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের সে রকম কোনো ব্যবস্থাও নেই। অমোচনীয় কালি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘বেশকিছু হলে কালি না দেওয়ার অভিযোগ উঠেছে। পুরো বিশ্ববিদ্যালয়ে একই নিয়মে ভোটগ্রহণ করতে হবে।’  এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। দ্রুত সমাধানের চেষ্টা করছি।’
Read Entire Article