জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে এখনো

1 day ago 6
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। সারা রাত ধরে চলেছে ভোট গণনার কাজ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর নাগাদ ফল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।  এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে এরপরও সারিতে থাকা ভোটাররা ভোট দেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়।  তবে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে ছাত্রদল। আরও চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। এই চারটি প্যানেল হলো ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেলের প্রার্থীরা। এরপর ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টার দিকে। পরে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর নাগাদ ফল ঘোষণা করা সম্ভব হবে। তিনি বলেন, ‘ভোট গণনা করতে আজ সারা রাত লেগে যাবে। আশা করছি, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে।’ তিনি আরও জানান, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।
Read Entire Article