জাকসু নিয়ে শিবির সেক্রেটারির হুঁশিয়ারি

1 day ago 4
জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় ষড়যন্ত্রকারীরা ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জাকসুকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। ভোট গণনা এখনও স্থগিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, ছাত্রদের অধিকার নিয়ে তালবাহানা করে আগুনে পা দেবেন না, ভস্মীভূত হয়ে যাবেন। ছাত্ররা ভোট দিয়েছে; তাদের অধিকার তারা বুঝে নেবে। ছাত্রদলসহ যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, তারা প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে।
Read Entire Article