স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক তারকা গোলরক্ষক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল হক।
কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করে জাকারিয়া পিন্টুকে একজন পরিপূর্ণ ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন আমিনুল হক।
জাকারিয়া পিন্টু সম্পর্কে আমিনুল হক বলেন, ‘আমি তাকে সংগঠক হিসেবে খুব কাছ থেকে দেখেছি। যখন মোহামেডানে খেলতাম, তখন তিনি নানা উপদেশ দিতেন। খেলা দেখতে মাঠে যেতেন। ম্যাচের পর কথা বলতেন। ফলাফল যাই হতো, তিনি সবাইকে উৎসাহ দিতেন।’
ব্যক্তি জাকারিয়া পিন্টুকে অমায়েক মানুষ হিসেবে উল্লেখ করেছেন আমিনুল, ‘তিনি সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকতেন। আমাদের সেভাবেই বোঝাতেন। আমি কখনো দেখিনি তিনি কারো সাথে খারাপ ব্যবহার করেছেন। এক কথায় ক্রীড়াঙ্গন একজন প্রকৃত ক্রীড়াবিদ ও ভালো মানুষকে হারালো। জাকারিয়া পিন্টুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা পূরণের নয়।’
মঙ্গলবার সকাল ১০টায় জাকারিয়া পিন্টুর প্রিয় ক্লাব মোহামেডানে হবে জানাজা। এই জানাজায় উপস্থিত থাকবেন আমিনুল হক।
আরআই/এমএমআর/জিকেএস