জাগো নিউজের সাব-এডিটর সালাহউদ্দিনের মায়ের ইন্তেকাল

1 month ago 7

জাগো নিউজের সাব-এডিটর মুহাম্মদ সালাহউদ্দিনের মা আনোয়ারা বেগম রোববার (৯ই আগস্ট) ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বচর।

সালাহউদ্দিন জানান, তার মা কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু ডাক্তারি পরীক্ষার পর তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছিল।

রোববার ভোররাত ২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিঘল গাঁও গ্রামে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি তার স্বামী আব্দুর রশিদ, পাঁচ কন্যা, দুই পুত্র এবং বেশ কয়েকজন নাতি-নাতনি রেখে গেছেন।

জোহরের নামাজের আগে স্থানীয় মসজিদে জানাজা শেষে আনোয়ারা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি ও মুক্তির জন্য সকলকে দোয়াকরার জন্য অনুরোধ করা হয়েছে।

এএসএম

Read Entire Article