জাঙ্গুর সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

2 weeks ago 19

জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ডই গড়তে হতো। ওয়ার্নার পার্কে এর আগে কখনোই ৩০০ এর বেশি রান তাড়া করে কেউ জিততে পারেনি। তবে জাঙ্গুর স্বপ্নের অভিষেকে আমির জাঙ্গুর ব্যাটে কি সহজেই না করে ফেলল ক্যারিবিয়ানরা। ২৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় দলটি। তাতে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১০৪ রান করে অপরাজিত থাকেন জাঙ্গু। ৮৩ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। কম যাননি গুডাকেশ মোটিও। ৩১ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় খেলেন হার না মানা ৪৪ রানের ইনিংস। কেসি কার্টি করেন ৯৫ রান। 

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৫০ ওভারে ৩২১/৫ (তানজিদ ০, সৌম্য ৭৩, লিটন ০, মিরাজ ৭৭, আফিফ ৭৭, আফিফ ১৫, মাহমুদউল্লাহ ৮৪*, জাকের ৬২*; আলজেরি ২/৪৩, ব্লেডস ০/৭৩, রোমারিও ০/৬৫, চেজ ০/৩৮, মোটি ১/৬৪, রাদারফোর্ড ১/৩৭)। 

ওয়েস্ট ইন্ডিজ : ৪৬ ওভারে ৩২৫/৬ (কিং ১৫, আথানেজে ৭, কার্টি ৯৫, হোপ ৩, রাদারফোর্ড ৩০, জাঙ্গু ১০৪*, চেজ ১২, মোটি ৪৪*; হাসান ১/৫২, নাসুম ১/৫৬, মিরাজ ০/৬৭, তাসকিন ১/৪৯, রিশাদ ২/৬৯, আফিফ ০/২, সৌম্য ০/৬)।

Read Entire Article