জাটকা পাচারকারী কালু এবার গাঁজাসহ গ্রেপ্তার

2 hours ago 5

চাঁদপুরে শহরে নিষেধাজ্ঞার সময়ে জাটকা ইলিশ পাচারকারী মো. কালু খান (৫৫) এবার গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার কালু খান চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলী গ্রামের মৃত পগাহরা খাঁ ও মৃত ফিরোজা বেগমের ছেলে।

স্থানীয়রা জানান, কালুর একসময় নারীর প্রতি আসক্তি ছিল। সে বিয়ে করেছে ৭/৮টি। এক সময়ে নারীর আসক্তিতে টাকা আয়ের পথ হিসেবে জাটকা পাচারে জড়িয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ে জেলও খাটে কয়েক মাস। এরপরও নিষেধাজ্ঞা সময়ে জাটকা পাচার তার বন্ধ হয়নি। সবশেষ সে মাদক কেনাবেচায় জড়িয়ে পড়ে। ধূর্ত এই মাদক বিক্রেতা কালু এবারই প্রথম মাদকসহ আটক হলেন। মাদক কেনা-বেচা করে সে অল্প দিনেই ফুলে ফেঁপে উঠছিলেন।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান বলেন, আমরা কালুকে তার বাসা হতে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছি। এরপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় ১টি নিয়মিত মামলা দায়ের করি। যার বাদী হচ্ছেন আমাদের পরিদর্শক মো. আহসান হাবিব। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
 

Read Entire Article