জাতিসংঘের ক্লাইমেট সায়েন্স মিটিংয়ে নেই যুক্তরাষ্ট্র

3 hours ago 3

চীনের হাংজু শহরে সোমবার (২৪ জানুয়ারি) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত ক্লাইমেট সায়েন্স মিটিং শুরু হয়েছে। তবে এ আলোচনায় যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। খবর ডনের।

বিশ্বজুড়ে রেকর্ড গরমের পরিপ্রেক্ষিতে এ বৈঠকের গুরুত্ব বেশি। আলোচনার মূল বিষয় হলো জাতিসংঘের পরবর্তী জলবায়ু মূল্যায়ন প্রতিবেদন ২০২৮ সালের বৈশ্বিক জলবায়ু পর্যালোচনায় (স্টকটেক) অন্তর্ভুক্ত হবে কি না। কিছু বড় কার্বন নিঃসরণকারী দেশ, বিশেষ করে চীন, ভারত ও কিছু তেল উৎপাদনকারী রাষ্ট্র নির্ধারিত সময়সীমার বিরোধিতা করছে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেছে। তার প্রভাব বর্তমান আলোচনাতেও পড়েছে। কারণ মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।  

ইন্টারগভার্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন ২০২৮ সালের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে কি না, তা এ বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।  

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রধান ইঙ্গার অ্যান্ডারসন উদ্বোধনী বক্তব্যে বলেন,সময় আমাদের হাতে নেই। আমাদের অবশ্যই উচ্চাভিলাষী সিদ্ধান্ত নিতে হবে।

অনেক উন্নত ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশ চাইছে, জলবায়ু পরিবর্তনের তিনটি গুরুত্বপূর্ণ দিক—বৈজ্ঞানিক বিশ্লেষণ, প্রভাব ও গ্রিনহাউস গ্যাস হ্রাসের উপায় নিয়ে তৈরি প্রতিবেদন দ্রুত প্রকাশিত হোক।  

কিন্তু চীন, সৌদি আরব, রাশিয়া ও ভারত বলছে, এই প্রতিবেদন তৈরির জন্য আরও সময় প্রয়োজন। দ্রুত কাজ করলে গবেষণার মান ক্ষতিগ্রস্ত হতে পারে।  

২০২৩ সালে প্রকাশিত জাতিসংঘ স্টকটেক রিপোর্ট দেখিয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব যথেষ্ট অগ্রগতি করেনি। পরবর্তীতে কপ২৮ বৈঠকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়, যদিও তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর চাপে নমনীয়তা রাখা হয়।  

বিশেষজ্ঞদের মতে, ২০২৮ সালের মধ্যে আইপিসিসির পরবর্তী প্রতিবেদন প্রকাশ না হলে জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক পদক্ষেপ দুর্বল হবে।  

Read Entire Article