জাতীয়-ক্যাম্পাসভিত্তিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মশাল মিছিল

2 months ago 38

জাতীয় ও ক্যাম্পাসভিত্তিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মশার মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘অভ্যুত্থান রক্ষা আন্দোলনের’ নেতাকর্মীরা।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মিছিলটি বের করেন তারা। এরপর সেটি নিয়ে পদার্থ বিজ্ঞান অনুষদ এবং বঙ্গবন্ধু হল সংলগ্ন সড়ক ঘুরে বটতলা এলাকায় এসে শেষ করেন তারা। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আঞ্জুম শাহরিয়ার বলেন,
এ সময়ে আমাদের প্রত্যাশা ছিল প্রতিটি মানুষ রাষ্ট্রের কাছ থেকে যে নিরাপত্তা পাওয়ার কথা সেটি পাবে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার তিনমাস পার হলেও দেশে এখনো বীভৎস হত্যাকাণ্ড হচ্ছে। এখনো তারা সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করছে না। যার কারণে জননিরাপত্তা প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে। ক্যাম্পাসগুলোতেও বিশৃঙ্খলা থামছে না। অনতিবিলম্বে সব স্তরে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

আরেক শিক্ষার্থী জিয়াউদ্দীন আয়ান বলেন, এ সরকার আইন-শৃঙ্খলা জোরদার না করতে পারায় সিলেটের কানাই ঘাটের মুনতাহা হত্যা, বিভিন্ন সময়ে সীমান্তসহ সারাদেশে নানা হত্যাকাণ্ড ঘটছে। ফ্যাসিস্ট আমলে এমন হত্যা করেও খুনিরা পার পেয়ে যেত, আমরা চাই অন্তর্বর্তী সরকার এমন ব্যাবস্থা নিবে যাতে ল' এবং অর্ডার ঠিকভাবে চলে।

সৈকত ইসলাম/আরএইচ/জিকেএস

Read Entire Article