জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন : আজাদ

1 day ago 7
বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা স্থানীয় সরকার নির্বাচন করব।  বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ পৌরসভার কে জি স্কুলে দেবীগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, গত পরশু দেখলাম স্থানীয় সরকার উপদেষ্টা হঠাৎ করে বললেন, ফ্যাসিস্টদের নাকি যারা মাফ চাইবে তাদের ক্ষমা করে দেবেন। এই আলামত কিন্তু ভালো নয়। আপনারা সরকারে থাকবেন, সরকারে থেকে দল তৈরি করবেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করলাম, মামলা খেলাম, জেল খাটলাম, ৩টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলাম না। আজ আপনারা নতুন সুরে কথা বলছেন, তাদেরকে ক্ষমা করে দিতে চাইছেন। আজাদ বলেন, আমরা যারা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়াউর রহমানের দেশপ্রেমিক দল আছি আমরা তাদের ক্ষমা করতে পারি না, ক্ষমা করব না। কারণ বিগত আন্দোলনে আমাদের আটশ নেতাকর্মী শহীদ হয়েছেন।  তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, আগামী ডিসেম্বরের মধ্যে আপনাদের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা স্থানীয় সরকার নির্বাচন করব। এর বাইরে যদি কোনো ষড়যন্ত্র হয় আগামী ২২ ফেব্রুয়ারি পঞ্চগড়ে জনসভার মাধ্যমে সারাদেশে আনন্দোলন সংগ্রাম শুরু হবে। প্রয়োজনে আমারা আবারও আন্দোলন সংগ্রাম করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আদায় করে ছাড়ব। দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. আনারুল ইসলামের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, পৌর বিএনপির সদস্য সচিব আশরাফুল আলম সোহেল প্রমুখ।
Read Entire Article