জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যড়যন্ত্র হচ্ছে : আমিনুল হক

4 hours ago 5

একটি গোষ্ঠী সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। যার মাধ্যমে মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের সামগ্রিক শৃঙ্খলা ফিরবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারা জি ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোট নিয়ে জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আমিনুল হক বলেন, আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি প্রস্তর ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, আপনার ঘরের খুঁটিই যদি ঠিক না থাকে তাহলে আপনি কীভাবে ঘর বানাবেন। আগে ঘরের খুঁটি ঠিক করতে হবে, তারপর ঘর বানাতে হবে।

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারণে জাতি কাঙ্ক্ষিত ভোটাধিকার এখনো ফিরে পায়নি। দেশের সব ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। জনগণের সরকারের মাধ্যমে এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের দোসররা চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ করে দোষ চাপাচ্ছে বিএনপির নামে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না এবং দলে কোনো অনুপ্রবেশকারীরও ঠাঁই হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা নানাভাবে এখন বিএনপি সাজার চেষ্টা করছে। বিশেষ করে প্রশাসনে বেশি হচ্ছে। এ সব দোসরকে কখনোই বিএনপিতে রাখা যাবে না।

তিনি আরও বলেন, দোসরদের নির্মূল করা না গেলে বাংলাদেশের মানুষের ওপরে ষড়যন্ত্র চলতেই থাকবে। তাই দোসরদের আমাদের প্রতিরোধ করতে হবে। তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

কর্মশালায় হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও লক্ষ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান আমিনুল হক।

ভাটারা থানা বিএনপি আহ্বায়ক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, তহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, মহানগর সদস্য এজিএম শামসুল হক, আলী আকবর আলী, মো. এল রহমান, জাহাঙ্গীর মোল্লা, শফিকুল ইসলাম শাহিন, রেজাউর রহমান ফাহিম, আশরাফুজাহান জাহান, মনিরুল আলম রাহিমী, মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন, নাসির উদ্দিন, নুরুল হুদা ভূঁইয়া নূরু, এএস এম খালেদ, এম এস আহমাদ আলী, যুবদল ঢাকা মহানগর উত্তর সভাপতি শরীফ উদ্দিন জুয়েল, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, জাসাস মহানগর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, মৎস্যজীবী দল উত্তরের আহ্বায়ক আমির হোসেন, তাতীদল ঢাকা মহানগর উত্তর সভাপতি সামছুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক এমএ হান্নান খান, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. সালাহ্উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন প্রমুখ।

এরপরে তিনি বাড্ডা বেরাইদে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও সকালে ঢাকার পল্লবীতে শেখ কামাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

Read Entire Article