রাজধানীর জাতীয় ঈদগাহর সামনে ড্রামভর্তি এক পুরুষের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সন্দেহ হলে ড্রাম খুলে মরদেহটি দেখা যায়।
এই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান।
তিনি বলেন, ড্রামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ আছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকালের দিকে একটি ভ্যানগাড়িতে করে ড্রামটি রেখে যাওয়া হয়। পরে সন্ধ্যার দিকে সন্দেহ হলে খুলে দেখা হয়। মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রাম খুলে টুকরো টুকরো করা এক পুরুষের মরদেহ উদ্ধার করে।

2 hours ago
4







English (US) ·