জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবির জসীমউদদীন হল

3 months ago 11

জাতীয় টেলিভিশন (আন্তঃবিশ্ববিদ্যালয়) বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল ডিবেটিং ক্লাব। ফাইনালে একই বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলকে ৪-১ ব্যালটে পরাজিত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে শনিবার (১০ মে) বিটিভি ভবনে বিকেল ৩টায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

দুই দলের বিতার্কিকদের বিতর্ক ও যুক্তি-তর্ক খণ্ডন শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নে কবি জসীমউদদীন হল ৪-১ ব্যালটের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়। কবি জসীমউদদীন হল বিতর্ক দলের দলনেতা রাগিব আনজুম শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কবি জসীমউদদীন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান, ঢাবির রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, আবাসিক শিক্ষক ড. রাশেদ আলম ভূইয়া, ড. হাসানুল বান্নাসহ শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

Read Entire Article