জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের ডিজি বরখাস্ত

1 month ago 28

জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিসিএম) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় এনটিসিএমর মহাপরিচালকের শূন্য পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।

মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০১৭ সালের ৬ মার্চ মেজর জেনারেল জিয়াউল আহসানকে এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়৷ ২০২২ সালের ৬ সেপ্টেম্বর তিনি সংস্থাটির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।

এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন একটি অধিদপ্তর। সংস্থাটি সাইবার অপরাধ প্রতিরোধ, জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ সম্পর্কিত দিক-নির্দেশনা, পর্যবেক্ষণ ও অন্যান্য সরকারি সংস্থাসমূহকে যোগাযোগ সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা দেওয়ার কাজ করে থাকে।

এএএইচ/এমএএইচ/এমএস

Read Entire Article