জাতীয় দলের পাশে দাঁড়ালেন তাবিথ

6 days ago 9
মালদ্বীপের কাছে হারের পর সমালোচনার মুখে জাতীয় ফুটবল দলের সদস্যরা। ম্যাচ-পরবর্তী নানা ঘটনা বিতর্ক উসকে দিচ্ছে। এ অবস্থায় দলের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ এম আউয়াল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত বাফুফে সভাপতি। এ সময় মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসা করেন তাবিথ এম আউয়াল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে শনিবার (১৬ নভেম্বর)। সে ম্যাচের আগে ফুটবলারদের উদ্বুদ্ধ করেছেন সাবেক এ ফুটবলার। এ সময় বাফুফে সভাপতি তাবিথ এম আউয়াল বলেছেন, ‘শেষ বাঁশি বাজা পর্যন্ত দল পুরো ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। এই মনোবল এবং সংকল্প আমাদের পরবর্তী ম্যাচে জয় এনে দেবে। নির্বাহী কমিটির সদস্যরা জাতীয় দলের প্রতি তাদের কৃতজ্ঞতা এবং প্রতিশ্রুতি প্রদর্শন করতে চেয়েছেন। আমি খেলোয়াড়দের কাছে গিয়ে বলেছি, তাদের ওপর আমাদের বিশ্বাস আছে। বাংলাদেশ দল পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।’ এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আলী ফাসিরের একমাত্র গোলে মালদ্বীপ বাংলাদেশকে হারিয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার (১৬ নভেম্বর) দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
Read Entire Article