বাংলাদেশ ক্রিকেটে ফের নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ আশরাফুল। একসময় যিনি দেশের ব্যাটিং প্রতিভার প্রতীক ছিলেন, সেই সাবেক অধিনায়ক এবার জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে দেখা যেতে পারেন—এমনই ইঙ্গিত মিলেছে তার সাম্প্রতিক মন্তব্যে।
গণমাধ্যমে আশরাফুল নিজেই জানিয়েছেন, বিসিবির সঙ্গে তার আলোচনা চলছে। তিনি বলেন, “বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। আমি ইতিবাচক মাইন্ডসেটে আছি।”
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলে বিশেষায়িত ব্যাটিং কোচের অভাব। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনই এতদিন ব্যাটিংয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটারদের ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসে যে ঘাটতি দেখা গেছে, সেটি বোর্ডকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
এই প্রেক্ষাপটে আশরাফুলের নাম উঠে আসা নিঃসন্দেহে আগ্রহের জন্ম দিয়েছে ক্রিকেট মহলে। দেশের ইতিহাসে সবচেয়ে তরুণ টেস্ট সেঞ্চুরিয়ান এবং একসময়কার ব্যাটিং আইকন হিসেবে তার অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা অনেক তরুণ ক্রিকেটারের জন্য দৃষ্টান্ত হতে পারে—এমনটাই মনে করছেন অনেক সাবেক ক্রিকেটার।
তবে আশরাফুল নিজে এখনও কিছু নিশ্চিত করেননি। তিনি বলেন, “কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।”
অন্যদিকে, বিসিবি সূত্রে জানা গেছে, দেশের বাইরের কয়েকজন প্রার্থীর সঙ্গেও আলোচনা চলছে। বিশেষ করে একজন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটারের সঙ্গে কথাবার্তা বেশ দূর পর্যন্ত গড়িয়েছে। সবকিছু নির্ভর করছে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরার পর চূড়ান্ত আলোচনার ওপর।
বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে ব্যাটিং অনিশ্চয়তা, বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার পর নতুন ব্যাটিং কোচের পদক্ষেপকে অনেকেই সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। আর যদি সত্যিই আশরাফুল সেই দায়িত্ব পান—তবে সেটি হবে এক প্রতীকী প্রত্যাবর্তন, মাঠের পর এবার সাজঘরে দেশের ব্যাটিংয়ের পুনর্জাগরণের স্বপ্ন নিয়ে।

2 weeks ago
10








English (US) ·