জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র : রহমাতুল্লাহ

3 hours ago 5

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল সদর রোডস্থ দলীয় কার্যালয়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে অনুষ্ঠিত হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ও দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের নাগরিক অধিকার প্রয়োগের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এ সময়ে জাতীয় নির্বাচনের গুরুত্ব ম্লান করার জন্য যারা গণভোটের দাবি তুলছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি বলেন, ‘দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলে এখন দুটি বড় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘এখনই পরিষ্কার করে দেওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে অন্যকোনো নির্বাচন বা গণভোট অনুষ্ঠিত হবে না।’

রহমাতুল্লাহ বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি কখনো শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং আগামী দিনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।’

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হেমায়ের হোসেন মুরাদের সভাপতিত্বে হাডুডু টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুজ খান, আনসার আকনসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতারা।

Read Entire Article