জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ ( মেলান্দহ, মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া থেকে প্রথমে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।  জানা গেছে, ইঞ্জিনিয়ার হেলাল জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তপশিল ঘোষণার পর হেলাল স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ নিয়ে তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালায়। দুপুরে জামালপুর পৌর শহরের ছাত্রদল যুবদলের কয়েকজন কর্মী শহরের মৃধাপাড়ায় দেখে আটক করে গোয়েন্দা পুলিশকে খবর দেয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম কালবেলাকে জানান, ডেভিল হান্ট ফেজ-২ মোতাবেক হেলালকে প্রথম আটক করা হয়, যাচাই-বাছাই করে নাশকতা ও বিস্ফোরক আইনে মাদারগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ ( মেলান্দহ, মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া থেকে প্রথমে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। 

জানা গেছে, ইঞ্জিনিয়ার হেলাল জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তপশিল ঘোষণার পর হেলাল স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ নিয়ে তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালায়। দুপুরে জামালপুর পৌর শহরের ছাত্রদল যুবদলের কয়েকজন কর্মী শহরের মৃধাপাড়ায় দেখে আটক করে গোয়েন্দা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম কালবেলাকে জানান, ডেভিল হান্ট ফেজ-২ মোতাবেক হেলালকে প্রথম আটক করা হয়, যাচাই-বাছাই করে নাশকতা ও বিস্ফোরক আইনে মাদারগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow