জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর কোনো অনিয়ম-দুর্নীতি চলবে না: উপাচার্য

3 weeks ago 17

অনিয়ম-দুর্নীত ও অন্যায়ের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, বর্তমান সময়ে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। কোনো ধরনের অন্যায়, দুর্নীতি-অনিয়ম করা আর চলবে না। অন্যায়ের বিরুদ্ধে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স অবস্থানে আছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নতুন আইসিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় হলো জাতীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আইসিটি দপ্তরকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত ও সমৃদ্ধ করতে হবে। নতুন নতুন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অধিভুক্ত কলেজ ও শিক্ষার্থীদের দ্রুত সেবা দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাতীয় দায়িত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আইসিটি দপ্তর ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‌শুধু সুন্দর সুন্দর অট্টালিকা করলে হবে না। এতে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ৩৬ লাখ শিক্ষার্থীকে দ্রুততম সময়ে সেবা দেওয়ার প্রচেষ্টা চালাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এএএইচ/এমআইএইচএস

Read Entire Article