জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ফল বিকেলে, ভর্তি আবেদন শুরু কাল

2 months ago 9

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে আজ। বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় এসএমএস ও রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) থেকে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে (nu atmf Roll No) টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে) ফল জানা যাবে। রাত ৯টা থেকে ফল প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে

এতে আরও বলা হয়, মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত অথবা প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যেকোনো শিক্ষাবর্ষে) ভর্তি হয়ে থাকেন, তবে তাকে অবশ্যই ২৫ জুনের মধ্যে আগের ভর্তি বাতিল করে নতুনভাবে ভর্তি হতে হবে। না হলে দ্বৈত ভর্তি হিসেবে গণ্য হয়ে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

এএএইচ/জেএইচ/এমএস

Read Entire Article