চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী। আগামী ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশের জেলা শহরের ১৩৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
শনিবার (২৪ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশাল এ কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রোববার (২৫ মে) বৈঠক করবে বিশ্ববিদ্যালয়টি। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থী দেশের জেলা শহরস্থ ১৩৭ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
‘এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে রোববার (২৫ মে) দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে একটি জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে। জুম মিটিংয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ বা কেন্দ্র সচিবদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
জুম মিটিংয়ের লিংক, আইডি ও পাসওয়ার্ড ইতোমধ্যে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ই-মেইলে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এএএইচ/জেএইচ/জেআইএম

5 months ago
40









English (US) ·