জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, ‘আগামী বছর থেকে সংস্কার আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে। অনার্স কোর্সের সঙ্গে আমরা একটা বাধ্যতামূলক কারুকলাম শিক্ষা চালু করতে যাচ্ছি।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে ‘বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষায় একাডেমিক পারফরম্যান্সের ওপর ক্লাসে অনুপস্থিতির প্রভাব : সরকারের ওপর একটি অধ্যয়ন’ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী বিভাগের ৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ‘দেশের মানুষের উন্নয়নের জন্য প্রাথমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার দরকার। দেশের মানবসম্পদের উন্নয়নের জন্য প্রথমে এই দুটি সংস্কার করতে হবে। তবেই উন্নত দেশগুলোর মতো উন্নত হতে পারবে আমাদের দেশের মানুষ। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বেশ কিছু পরিবর্তন আসছে।’
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী কলেজে শিক্ষক পরিষদের সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন।
এ ছাড়া সেমিনারে রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সামসুল হক, সরকারি আজিজুল হক কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া, জয়পুরহাট সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।