জাতীয় সংস্কার জোটের ৮ দফা, আন্দোলনের হুঁশিয়ারি

2 months ago 7

অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি জানিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতীয় সংস্কার জোট।

শনিবার (২১ জুন) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কার জোট আয়োজিত এক আলোচনা সভায় জোটের নেতারা এই দাবি জানান।

৮ দফা দাবিগুলো হলো—অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করা, সংস্কার কাজ সম্পন্ন করা, বিচারের কাজ দ্রুত সম্পন্ন করা, আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় সংসদ নির্বাচন, সংসদ নির্বাচনের তিন মাস পূর্বে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা দিয়ে নিরাপত্তা প্রদান ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা এবং রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আগের সব নিয়ম বাদ দিয়ে সবার জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ উন্মুক্ত করা।

জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আব্দুর রহিমের পরিচালনায় এতে বক্তব্য দেন ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, নৈতিক সমাজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমসা আমিন, ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর মহাসচিব শওকত মাহমুদ, এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, জাতীয় সংস্কার জোটের প্রধান সমন্বয়ক প্রফেসর এ আর খান, নির্বাহী সমন্বয়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় সংস্কার জোটের ৫টি জোট ও ৩৫টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, আমরা সরকারকে অবিলম্বে আমাদের ৮ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সরকারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

Read Entire Article