জাতীয় সাংস্কৃতিক মৈত্রীর যাত্রা শুরু

1 month ago 13

গণ-অভ্যুত্থানের প্রেরণা বুকে নিয়ে যাত্রা শুরু করলো ‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’ নামে নতুন একটি সংগঠন। দেশাত্মবোধ, সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য এবং ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে নবজাগরণের বোধ ছড়িয়ে দিতে কাজ করবে সংগঠনটি।

চিন্তক ও কবি ফরহাদ মজহারকে আহ্বায়ক এবং গীতিকবি লতিফুল ইসলাম শিবলীকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- কাজী জেসিন, আমিরুল মোমেনীন মানিক, সাম্য শাহ্, জুননু রাইন, সামসুদ্দিন হিরা, বিমল চন্দ্র দাশ, মামুন সারওয়ার, সাইয়েদ জামিল, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, প্রাচ্য মোহাম্মদ, সৈয়দ আহসান কবীর, রুদ্রাক্ষ রায়হান, পলিয়ার ওয়াহিদ, এহসান মাহমুদ, ইমরান মাহফুজ, সরোজ মেহেদী, শিমুল পারভীন, মঈন মুনতাসীর, দিদার মোহাম্মদ, ফরিদুল ইসলাম নির্জন, ফারুক হোসেন খান, ফারহানা নিমগ্ন দুপুর, সাইনা ইসলাম ও আবিদ আজম।

এ ছাড়া সংগঠনের উপদেষ্টা ও পরামর্শক পর্ষদে আরও কয়েকজন সদস্য আছেন। পর্যায়ক্রমে রাজধানীসহ সারাদেশে এটি সাংগঠনিক রূপ নেবে বলে জানান সংশ্লিষ্টরা।

এসইউ/এএসএম

Read Entire Article