উৎসবমুখর আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার পল্টন ময়দানে শুরু হয়েছে 'আর্টিসান ষষ্ঠ জাতীয় পুরুষ ও তৃতীয় জাতীয় নারী সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ।' প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যান্ড বিজনেস ইউনিট হেড জাহিন সাজিদুল ইসলাম, ডিরেক্টর সিডি অপারেশনস অ্যান্ড এক্সেলেন্স মো. তাফিজুল ইসলাম পিয়াল এবং আর্টিসান আউট ফিটার্স লিমিটেডের চেয়ারম্যান অনিতা গমেজ, বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহসভাপতি আলী আহম্মেদ রাসেল ও সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী প্রমুখ।
দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ২০টি এবং নারী বিভাগে ১০টি জেলা অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে চট্টগ্রাম ২-০ সেটে কিশোরগঞ্জকে, পঞ্চগড় ২-১ সেটে শেরপুরকে, মানিকগঞ্জ ২-১ সেটে পাবনাকে, নারায়ণগঞ্জ ২-১ নড়াইলকে, জয়পুরহাট ২-১ সেটে গোপালগঞ্জকে পরাজিত করে।
এদিকে নারী বিভাগে বরিশাল ২-০ সেটে নারায়ণগঞ্জকে, নীলফামারী ২-০ রাজশাহীকে, ঢাকা ২-০ সেটে ফরিদপুরকে এবং রাঙামাটি ২-০ সেটে চুয়াডাঙ্গাকে পরাজিত করে।
আরআই/এমএমআর/এএসএম

1 day ago
11









English (US) ·