জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, দেখুন ছবিতে

10 hours ago 6

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানায়।

সি এ প্রেস উইংয়ের তোলা ছবিতে দেখুন সেই আনুষ্ঠানিকতার খণ্ডচিত্র : 

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনমহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টাঅন্যান্য উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসজাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শনী বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসজাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Read Entire Article