জানতাম একদিন জবাব দেওয়ার সুযোগ পাবো: হার্দিক

3 months ago 42

বিশ্বকাপ জেতার পর কী করবেন, যেন ঠিকঠাক বুঝে উঠতে পারছিলেন না হার্দিক পান্ডিয়া। তার চোখে ছিল আনন্দ অশ্রু। সতীর্থদেরও জড়িয়ে ধরেছেন একের পর এক। কঠিন এক পথই গত ছয় মাসে পাড়ি দিয়েছেন হার্দিক। এবার জিতেছেন বিশ্বকাপ।

সবশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে ব্যর্থ হন। নিজেও পারফর্ম করতে পারেননি। ওই আইপিএলের মধ্যে তাকে দুয়োধ্বনি শুনতে হয়, তীর্যক সব মন্তব্যও ভেসে আসে তার দিকে। এবার ব্যাটে-বলে পারফর্ম করে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন।

এরপর হার্দিক বলেন, ‘খুব আবেগপ্রবণ হয়ে পড়ছি। অনেক পরিশ্রম করেছি। কিন্তু সাফল্য আসছিল না। আমার কাছে এটা আরও বিশেষ মুহূর্ত। কারণ, গত ৬ মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। চুপ করে ছিলাম। একটাও কথা বলিনি। জানতাম, যদি পরিশ্রম করে যাই তা হলে একদিন জবাব দেওয়ার সুযোগ পাবো। একদিন এই দিনটা আসবে জানতাম।’

ফাইনালে কঠিন এক দায়িত্বই দেওয়া হয়েছিল হার্দিককে। শেষ ওভারে ১৬ রান ডিফেন্ড করতে হতো তাকে। প্রথম বলেই ডেভিড মিলার প্রায় ছক্কা হাঁকিয়ে দিয়েছিলেন, যদিও দুর্দান্ত এক ক্যাচ নেন সূর্যকুমার যাদব। শেষ অবধি ৭ রানে জিতেছে ভারত।

এই জয়ের পর হার্দিক বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল। পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। শেষ পাঁচ ওভারের জন্য বুমরা ও বাকি বোলারদের ধন্যবাদ। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। প্রতিটা বলে ১০০ শতাংশ দিয়েছি। সব সময় চাপ সামলাতে পছন্দ করি। এই ম্যাচেও চাপের মধ্যে থেকে জিতেছি।’

বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে তিনি বলেন, ‘দ্রাবিড় খুব ভালো মানুষ। তার জন্য খুব আনন্দ হচ্ছে। খুব ভাল সময় কেটেছে তার অধীনে। তাকে যে এই ধরনের বিদায় দিতে পেরেছি তাতে আমরা খুব খুশি। আমাদের সম্পর্ক বন্ধুর মতো হয়ে গিয়েছিল।’

আইএইচএস/এমএস

Read Entire Article