জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

3 weeks ago 5
ক্রিকেটপ্রেমীদের চোখ কপালে তুলে দিল বুধবারের ঘটনা। হঠাৎ করেই আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং তালিকা থেকে উধাও হয়ে গেলেন ভারতের দুই মহাতারকা—রোহিত শর্মা ও বিরাট কোহলি। গত সপ্তাহেও যেখানে রোহিত ছিলেন দুই নম্বরে আর কোহলি চার নম্বরে, সেখানে হঠাৎ করেই দেখা গেল তাঁদের নাম নেই শীর্ষ ১০০-এর মধ্যেও। স্বাভাবিকভাবেই ক্রিকেট দুনিয়ায় শুরু হয় তীব্র জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে #RohitSharma ও #ViratKohli ট্রেন্ড করতে থাকে, কেউ ধরে নিলেন তারা হয়তো গোপনে অবসর নিয়েছেন, কেউ আবার ভাবলেন—আইসিসির নীতিতে কি বড় কোনো পরিবর্তন এসেছে? শেষ পর্যন্ত রহস্য ভাঙল। ভারতীয় সংবাদমাধ হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির মুখপাত্র স্বীকার করলেন, এটি আসলে একটি ‘প্রযুক্তিগত ত্রুটি।’ তিনি বলেন, ‘আজকের র‍্যাঙ্কিং টেবিলে একটি ভুল হয়েছিল, যা ইতিমধ্যে সংশোধন করা হয়েছে।’ তবে আইসিসির ওয়েবসাইটে এখনো ১০ আগস্টের সর্বশেষ আপডেট দেখানো হচ্ছে। ফলে আনুষ্ঠানিক তালিকায় পরিবর্তনটি প্রতিফলিত হতে কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রোহিত-কোহলিকে বাদ দেওয়ার মতো কোনো যৌক্তিকতা আসলে নেই। দুজনই ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ঐতিহাসিক শিরোপাজয়ের নায়ক ছিলেন। ফাইনালে রোহিতের দারুণ ইনিংস ভারতকে এনে দিয়েছিল ১০ বছরের মধ্যে প্রথম আইসিসি ওয়ানডে ট্রফি। অন্যদিকে গ্রুপ পর্বে নিয়মিত রান করে দলের ভরসা হয়ে উঠেছিলেন কোহলি। ঠিক এক সপ্তাহ আগেও রোহিত ছিলেন শুধু শুভমন গিলের পিছনে, দুই নম্বরে। আর কোহলি ছিলেন চারে, ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে। হঠাৎ করেই এই দুই কিংবদন্তি নাম তালিকা থেকে উধাও হয়ে যাওয়ায় বিভ্রান্তি তৈরি হওয়াটা ছিল স্বাভাবিক। সর্বশেষ অস্থায়ী তালিকায় গিল শীর্ষস্থানে রয়েছেন ৭৫৬ পয়েন্ট নিয়ে। রোহিত ও কোহলির অনুপস্থিতিতে বাবর আজম উঠে গেছেন দুই নম্বরে। রোহিত-কোহলির এই অদৃশ্য হয়ে যাওয়া মুহূর্তেই তৈরি করে দেয় অবসরের গুঞ্জন। তবে আইসিসির ব্যাখ্যার পর সমর্থকেরা খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন। এখন শুধু অপেক্ষা—সংশোধিত র‍্যাঙ্কিং আবার কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
Read Entire Article