জাপা নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই : রাশেদ প্রধান 

8 hours ago 4

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে। অন্য কারো সামনে আর মাথা নত করা যাবে না। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ৭ দফা দাবিতে জাগপা আয়োজিত বিজয় নগর, পল্টন, প্রেস ক্লাব অঞ্চলে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। সে দেশের অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নাই। আমরা বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার ফ্যাসিজম দেখতে চাই না। হিন্দুস্তানি আপা এবং জাপাসহ ১৪ দল নিষিদ্ধ করে জনগণের দাবি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। 

রাশেদ প্রধান বলেন, নতুন বাংলাদেশে দেশের চেয়েও কম মূল্যে হিন্দুস্তানে ইলিশ যায় কেন? আদানিকে উপহার দেওয়া ৯০০ একর দেশের জমি ফেরত নেওয়া হচ্ছে না কেন? দেশের মাটি থেকে হিন্দুস্তানি ষড়যন্ত্র এবং তৎপরতা থামানো যাচ্ছে না কেন? অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। কথা বার্তা পরিষ্কার, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য জোরালো এবং কার্যকরী কূটনৈতিক ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা এবং হিন্দুস্তানের মাঝে সম্পাদিত সব অসম গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং বাতিল করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, ঢাকা জেলা যুব জাগপা সভাপতি মোহাম্মদ শামীম প্রমুখ। 

Read Entire Article