টোকিওর এক শান্ত দুপুরে, ৩৮ বছর বয়সী ইউকো তাকাহাশি রোদ মাখা বারান্দায় বসে চা পান করছেন কোলে তার সঙ্গী—একটা ছোট্ট, তুলতুলে রোবট। সে চোখ বন্ধ করে যেন হালকা নিঃশ্বাস নিচ্ছে, মাঝে মাঝে কাঁপছে তার গা, আবার কখনো গুঁতিয়ে দিচ্ছে গালে। ইউকোর মুখে প্রশ্রয়ের হাসি। এই রোবটটির নাম মোফলিন।
পোষা প্রাণীর মতো আচরণ করা, আবেগ প্রকাশ করা, এমনকি আলাদা ব্যক্তিত্ব গড়ে তোলার মতো অদ্ভুত ক্ষমতা রাখে এই... বিস্তারিত