জাপানে ভূমিকম্পে আহত ৩৩, আশ্রয়কেন্দ্রে ৯০ হাজার মানুষ
জাপান মঙ্গলবার সারারাতের ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়ে জনগণকে সতর্ক করা হয়েছে। সোমবার গভীর রাতে আঘাত হানা ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে সুনামি সৃষ্টি হয় এবং উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় হালকা ক্ষয়ক্ষতি ও অন্তত ৩৩ জন আহত হওয়ার ঘটনা ঘটে। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই বাড়িঘর বা স্থাপনার ভেতরে জিনিসপত্র পড়ে গিয়ে আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, সরকার জরুরি টাস্কফোর্স গঠন করেছে এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি যাচাই করছে। তিনি বলেন, “আমরা মানুষের জীবনকে সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।” জাতীয় সংসদের অধিবেশনে তিনি জনগণকে নিজের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে প্রশান্ত মহাসাগরে, হনশু দ্বীপের উত্তর প্রিফেকচার আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এটিকে ৭.৬ মাত্রা হিসেবে পরিমাপ করে এবং জানায় ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৪
জাপান মঙ্গলবার সারারাতের ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়ে জনগণকে সতর্ক করা হয়েছে। সোমবার গভীর রাতে আঘাত হানা ৭.৫ মাত্রার এই ভূমিকম্পে সুনামি সৃষ্টি হয় এবং উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় হালকা ক্ষয়ক্ষতি ও অন্তত ৩৩ জন আহত হওয়ার ঘটনা ঘটে। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই বাড়িঘর বা স্থাপনার ভেতরে জিনিসপত্র পড়ে গিয়ে আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, সরকার জরুরি টাস্কফোর্স গঠন করেছে এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি যাচাই করছে। তিনি বলেন, “আমরা মানুষের জীবনকে সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।” জাতীয় সংসদের অধিবেশনে তিনি জনগণকে নিজের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে প্রশান্ত মহাসাগরে, হনশু দ্বীপের উত্তর প্রিফেকচার আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এটিকে ৭.৬ মাত্রা হিসেবে পরিমাপ করে এবং জানায় ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ইওয়াতে প্রিফেকচারের কুজি বন্দর এলাকায় সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। অন্যান্য উপকূলীয় এলাকাতেও ৫০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ রেকর্ড করা হয়েছে। এনএইচকে জানিয়েছে, সুনামির আঘাতে কিছু ঝিনুক চাষের ভেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আওমোরি, হোক্কাইডোসহ বিভিন্ন এলাকায় ভবনের ভেতরে কাগজপত্র ছড়িয়ে পড়া, সড়কে ফাটল এবং বাণিজ্যিক স্থাপনায় ধ্বংসাবশেষ পড়ার মতো দৃশ্য দেখা গেছে। অনেক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও রিপোর্ট করা হয়েছে। প্রায় ৯০ হাজার মানুষকে সতর্কতামূলকভাবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হলে অনেকে ঘরে ফিরে যেতে শুরু করেন।
সরকার এখনো ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো তথ্য পায়নি, তবে আফটারশক হওয়ার সম্ভাবনার কারণে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
What's Your Reaction?