জাপানের সরকার দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী এলাকাগুলোতে আরও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। একইসঙ্গে গুজব ও ‘ডুমসডে’ ভবিষ্যদ্বাণীতে কান না দিতে জনসাধারণকে সতর্ক করেছে।
বৃহস্পতিবার ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প কিউশু দ্বীপের দক্ষিণ প্রান্তে আঘাত হানে। কাগোশিমা অঞ্চলে গত দুই সপ্তাহে এক হাজারের বেশি ভূকম্প অনুভূত হয়েছে।
আরও পড়ুন>
জাপান আবহাওয়া সংস্থার ভূমিকম্প ও সুনামি বিভাগীয় পরিচালক আয়াতাকা এবিতা বলেন, বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে নির্দিষ্টভাবে কোনো ভূমিকম্পের সময়, স্থান বা মাত্রা নির্ধারণ করা সম্ভব নয়।
শনিবার আবার ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় কাগোশিমার কাছে। এরপর এক সংবাদ সম্মেলনে এবিতা বলেন, মানুষকে বিজ্ঞানসম্মত তথ্যের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হবে, গুজব নয়।
দেশটিতে বর্তমানে গুজবের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘দ্য ফিউচার আই সো’ নামের একটি মাঙ্গা কমিক বই, যা ১৯৯৯ সালে প্রথম প্রকাশিত হয়েছিল এবং ২০২১ সালে পুনর্মুদ্রিত হয়। এই কমিকে জুলাই মাসে ভয়াবহ ভূমিকম্পের ইঙ্গিত থাকায় অনেকেই এটিকে ভবিষ্যদ্বাণী বলে ধরে নিয়েছেন।
এই গুজবের প্রভাবে হংকং থেকে জাপানে পর্যটক সংখ্যা মে মাসে আগের বছরের তুলনায় ১১ শতাংশ কমে গেছে, যেখানে সাধারণত জাপানে এই সময় রেকর্ড সংখ্যক পর্যটক আসে।
এপ্রিলে জাপানে ৩.৯ মিলিয়ন পর্যটক আগমন ঘটে, যা দেশের ইতিহাসে মাসভিত্তিক সর্বোচ্চ রেকর্ড।
জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ৬ বা তার অধিক মাত্রার ভূমিকম্পগুলোর প্রায় এক-পঞ্চমাংশ জাপানে ঘটে।
সরকার দূরবর্তী দ্বীপপুঞ্জে কিছু বাসিন্দাকে এরই মধ্যে সরিয়ে নিয়েছে, তবে জনগণকে আতঙ্কিত না হয়ে বৈজ্ঞানিক তথ্য ও সতর্কবার্তার ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে।
সূত্র: এএফপি
এমএসএম