জাপার কেন্দ্রীয় নেতা এবার হাতপাখার প্রার্থী, সমালোচনার ঝড়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করে নতুন করে আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীর পরিবর্তে দলটি মনোনয়ন দিয়েছে সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা গোলাম মসীহকে। এই হঠাৎ পরিবর্তন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
গত শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আমীর মুফতি রেজাউল করিম তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে জেলাজুড়ে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। এর আগে সোনারগাঁ উপজেলা সেক্রেটারি ফারুক আহমেদ মুনসি এ আসনে প্রচারণায় সক্রিয় ছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে তাকে সরিয়ে দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, কৌশলগত বিবেচনায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন। গোলাম মসীহের কূটনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক পরিচিতি ও মাঠে গ্রহণযোগ্যতা ভোটে বাড়তি সুবিধা এনে দিতে পারে—এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়। তবে সিদ্ধান্তটি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
ঘোষণা আসার পর থেকেই ফেসবুক, এক্সসহ বিভিন্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করে নতুন করে আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীর পরিবর্তে দলটি মনোনয়ন দিয়েছে সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা গোলাম মসীহকে। এই হঠাৎ পরিবর্তন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
গত শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আমীর মুফতি রেজাউল করিম তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে জেলাজুড়ে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। এর আগে সোনারগাঁ উপজেলা সেক্রেটারি ফারুক আহমেদ মুনসি এ আসনে প্রচারণায় সক্রিয় ছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে তাকে সরিয়ে দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, কৌশলগত বিবেচনায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন। গোলাম মসীহের কূটনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক পরিচিতি ও মাঠে গ্রহণযোগ্যতা ভোটে বাড়তি সুবিধা এনে দিতে পারে—এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়। তবে সিদ্ধান্তটি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
ঘোষণা আসার পর থেকেই ফেসবুক, এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনরা প্রশ্ন তুলছেন দলের আদর্শগত অবস্থান নিয়ে। একজন ব্যবহারকারী লেখেন, ‘ইসলামী আন্দোলন কি এখন স্বৈরাচার আমলের ঘনিষ্ঠদের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে?’ আরেকজন মন্তব্য করেন, ‘আদর্শভিত্তিক রাজনীতির দাবি থাকলেও এমন প্রার্থী বাছাই কতটা যুক্তিযুক্ত?’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ–৩ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় দলগুলোর পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তিগুলোও এখানে শক্ত অবস্থান তৈরি করতে চায়। নতুন হাতপাখার প্রার্থী দিয়ে ইসলামী আন্দোলন এই আসনে তাদের উপস্থিতি প্রভাবশালী করতে চাইছে বলেও মনে করছেন তারা।
২০২২ সালের এপ্রিলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান গোলাম মসীহ। ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৫ সালের জুলাই মাস থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে প্রায় তিন মাস আগে তিনি নীরবে যোগ দেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে।