জাপার ভাঙা অফিসে গণভোট প্রচারের ঘোষণা

বগুড়ায় জাতীয় পার্টির ভাঙা কার্যালয় দখল করে সেখানে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। এখন থেকে তারা সেখানেই ১২ ফেব্রুয়ারি গণভোটের প্রচারণা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন।  শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্য শোক এবং গণভোট নিয়ে দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষে এসব ব্যানার ঝোলানো হয় বলে জানান বগুড়া সদর থানার ওসি মনিরুজ্জামান। ওই সময় একদল লোক বিক্ষোভ করে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গিয়ে তারা কার্যালয়ের ভেতরে ও বাইরে জুলাই যোদ্ধাদের পক্ষে দুটি ব্যানার ঝুলিয়ে দেন। একটি ব্যানারে লেখা ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। এ ছাড়া লেখা আছে, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।’ বাইরের ব্যানারটিতে ’২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানারে ‘গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’ লেখা হয়েছে। নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বিক্ষোভে বক্তব্য দেওয়া

জাপার ভাঙা অফিসে গণভোট প্রচারের ঘোষণা

বগুড়ায় জাতীয় পার্টির ভাঙা কার্যালয় দখল করে সেখানে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। এখন থেকে তারা সেখানেই ১২ ফেব্রুয়ারি গণভোটের প্রচারণা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্য শোক এবং গণভোট নিয়ে দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষে এসব ব্যানার ঝোলানো হয় বলে জানান বগুড়া সদর থানার ওসি মনিরুজ্জামান। ওই সময় একদল লোক বিক্ষোভ করে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গিয়ে তারা কার্যালয়ের ভেতরে ও বাইরে জুলাই যোদ্ধাদের পক্ষে দুটি ব্যানার ঝুলিয়ে দেন।

একটি ব্যানারে লেখা ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। এ ছাড়া লেখা আছে, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।’

বাইরের ব্যানারটিতে ’২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানারে ‘গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’ লেখা হয়েছে।

নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বিক্ষোভে বক্তব্য দেওয়া নুর মোহাম্মদ জুবায়ের বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যদিও দলটি নিষিদ্ধ হয়নি, তারপরও এ দল বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারে না।’

জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা সংগঠনের রাজশাহী বিভাগীয় সহসম্পাদক মো. নাহিদ জানান, জাতীয় পার্টির কার্যালয় থেকে আমরা গণভোটের প্রচারণা চালাব। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য। এখানে মানুষকে বোঝানো হবে গণভোটে ‘হ্যাঁ বা না’ দিলে কী হবে।

জাতীয় পার্টির কার্যালয়ে কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা আওয়ামী লীগের দোসর। জাপা জেলা সভাপতি জিন্নাহর লোকজন আমাদের সংগঠনের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে এবং কয়েকজনকে ধাক্কাধাক্কি করেছে। তাই আমরা ওখানে অবস্থান নিয়েছি।  

এনসিপির বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, জাতীয় পার্টির আওয়ামী লীগের দোসর। তারা এ কার্যালয়ে এলে তাদের প্রতিহত করবে সাধারণ জনগণ। এখান থেকে জুলাই যোদ্ধারা গণভোটের প্রচারণা চালাবে। আর অফিসটি জাপার নামে লিজ করা নেই।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল কালবেলাকে জানান, আমরা বিষয়টি জেনেছি। ওই অফিসের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরকে একাধিকবার ফোন করা হলে তিনিও তা ধরেননি।

উল্লেখ, এর আগে ৭ ফেব্রুয়ারি এবং ১ আগস্ট দুই দফায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow