জাবিতে অটোরিকশার ধাক্কায় ছাত্রী নিহত, ছাত্রশিবিরের দোয়া মাহফিল

1 week ago 7

অটোরিকশার ধাক্কায় নিহত মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচির রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবির। 

বুধবার (২১ নভেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী, শিবিরের নেতারাসহ বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। 

এসময় মসজিদের ইমাম আফসানা করিম রাচির আত্মার মাগফিরাত, তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলার জন্য দোয়া করেন। 

এ সময় শাখা শিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, কিছুদিন আগে ক্যাম্পাসে আসা একটি নতুন প্রাণ তার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই ঝরে গেলো, যা সবাইকে মর্মাহত করেছে। মৃত্যু সত্য হলেও সব মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। রাচির আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করছি। আর কোনো প্রাণ যেনো এভাবে ঝরে না যায় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গতকাল রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে অটোরিকশার সঙ্গে ধাক্কায় ওই শিক্ষার্থী আহত হলে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয় এবং পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

Read Entire Article