জাবিতে অটোরিকশার ধাক্কায় নিহত শিক্ষার্থীর গায়েবানা জানাজা

2 months ago 28

অটোরিকশার ধাক্কায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা করিম রাচির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জানাজা শেষে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেওয়া ৮ দফাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে। আমাদের এ বিষয়ে চাপ দেওয়ার কিছু নেই, আমরা নিজেরাই চাপ অনুভব করছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করার চেষ্টা করছি।

এ ছাড়া নিহত শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করে আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

Read Entire Article