জাবিতে আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারিতে

3 weeks ago 6

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু করবে নতুন বছরের প্রথম দিন থেকে। আবেদনের শেষ সময় ২১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এ শিক্ষা প্রতিষ্ঠানটির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি। শুক্র ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষার চূড়ান্ত তারিখ পরে ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদন সম্পন্ন হলে ২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, এবং বিজ্ঞান বিভাগের দুটি অনুষদে একসঙ্গে আবেদন করতে ফি লাগবে ৯০০ টাকা। বিজনেস স্টাডিজে আবেদন করতে লাগবে ৭৫০ টাকা। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ফি ৫০০ টাকা। এছাড়া বাকি চারটি অনুষদে আবেদন ফি ৬০০ টাকা। অনলাইনে আবেদন করে ফি দেওয়ার সময় ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে দিতে হবে।

এ বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে

এএমপি/এমএস

Read Entire Article