জাবিতে ইসলামী ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্পডেস্ক ও তথ্য সেবাকেন্দ্র টেন্ট স্থাপন করেছে ইসলামী ছাত্রীসংস্থা জাবি শাখা। এরই মাধ্যমে সংগঠনটি জাবিতে আত্মপ্রকাশ করলো। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম দিনের ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষা শুরু হয়। শুরুর তিন শিফটে ছাত্রীদের ও পরের তিন শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে। ইসলামী ছাত্রীসংস্থার জাবি শাখার সভানেত্রী ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‌‘ছাত্রীসংস্থার পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো আমরা টেন্ট স্থাপন করেছি। এখানে মেয়েদের জন্য জরুরি ওষুধ ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি টোকেন সংগ্রহের মাধ্যমে ব্যাগ রাখার সুব্যবস্থা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এখানে বিভিন্ন ধরনের ইস

জাবিতে ইসলামী ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্পডেস্ক ও তথ্য সেবাকেন্দ্র টেন্ট স্থাপন করেছে ইসলামী ছাত্রীসংস্থা জাবি শাখা। এরই মাধ্যমে সংগঠনটি জাবিতে আত্মপ্রকাশ করলো।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম দিনের ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষা শুরু হয়। শুরুর তিন শিফটে ছাত্রীদের ও পরের তিন শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

ইসলামী ছাত্রীসংস্থার জাবি শাখার সভানেত্রী ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‌‘ছাত্রীসংস্থার পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো আমরা টেন্ট স্থাপন করেছি। এখানে মেয়েদের জন্য জরুরি ওষুধ ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি টোকেন সংগ্রহের মাধ্যমে ব্যাগ রাখার সুব্যবস্থা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে বিভিন্ন ধরনের ইসলামিক বই রয়েছে। কেউ চাইলে সেগুলো কিনে দিতে পারবেন।’

মো. রকিব হাসান প্রান্ত/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow