জাবিতে যৌন হয়রানির অভিযোগ সহকারী অধ্যাপককে সাময়িক বহিষ্কার

12 hours ago 4

যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব এ বি এম আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ মার্চ উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল এক চিঠির মাধ্যমে জানায় যে, সহকারী অধ্যাপক সাজু সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দাখিল করা হয়েছে এবং নিয়মানুযায়ী তাকে তদন্ত চলাকালীন সাময়িক বরখাস্ত করা প্রয়োজন। সেই সুপারিশের ভিত্তিতে ন্যায়সঙ্গত তদন্তের স্বার্থে সিন্ডিকেট তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

সৈকত ইসলাম/আরএইচ/জেআইএম

Read Entire Article