জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে বঙ্গবন্ধুর ছবি খোঁজেন তারা। এসময় ভবনের কাউন্সিলর কক্ষে ছবি পেলে সেটি নামিয়ে ফেলেন তারা।
এসময় ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন শিক্ষার্থীরা।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ থেকে খুনি-ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি। খুনি হাসিনা যাকে পুঁজি করে, যার আদর্শ পুঁজি করে সারাদেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছিলেন, সেই ফ্যাসিস্টের সবচেয়ে বড় ভগবান ছিলেন ফ্যাসিস্ট মুজিব।
তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পর্যায় থেকেও মুজিবের ছবি সরানো হয়েছে। জাহাঙ্গীরনগরেও মুজিবের কোনো ছবি থাকবে না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি সরানোর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে মুজিব মুক্ত করেছি।
সৈকত ইসলাম/এসআর/জিকেএস