জাবির ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন

1 week ago 9

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার ও দেশের সব পর্যায়ের অফিস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী শোয়েব হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের অন্যায্য ভিসি কোটা বাতিল করা ও পোষ্য কোটাসহ অন্যান্য কোটায় সংস্কার আনাতে হবে। একইভাবে সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট আইকন শেখ মুজিবুর ছবি অপসারণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের নিকট কোটা পদ্ধতি কখনোই বাতিল চাই না তবে এর সুষ্ঠু সংস্কার করতে হবে। একই সঙ্গে ভিসি কোটা বন্ধের দাবি জানাই।

এছাড়া সারাদেশে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদী মুজিবের ছবি অপসরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেখ মুজিবের ছবি ফ্যাসিবাদী আইকনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যদি এটা না নামানো হয় তাহলে আমরা মনে করছি, গণঅভ্যুত্থানের যে ফ্যাসিবাদী চেতনা সেটি কখনো সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে না।

সৈকত ইসলাম/আরএইচ/জেআইএম

Read Entire Article