জামালপুরে আ.লীগ নেতা আকাশ গ্রেপ্তার
জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর থানার সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ জেলা আইনজীবী সমিতির সভাপতি।
অ্যাডভোকেট আকাশের সহযোগী অ্যাডভোকেট রাউফির রহমান প্রণয় বলেন, অ্যাডভোকেট আকাশ জেলা জজ আলী হোসাইনের বদলিজনিত বিদায় অনুষ্ঠান শেষে আদালত মসজিদে আসরের নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছিলেন। রিকশা থানার সামনে গেলে পুলিশ রিকশা থামিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক কালবেলাকে বলেন, জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। হামলার ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হবে।